Model 2306/2401 IOT:
IOT টেকনোলজি ব্যবহার করার কারণে প্রোডাক্টটি পৃথিবীর যেকোন দেশ অথবা জায়গা থেকে নিয়ন্ত্রণ করা যাবে।
বিশ্বের প্রধান শহরগুলির মুখোমুখি পানির অভাব অন্যতম প্রধান সমস্যা। এই সংক্রান্ত প্রধান সমস্যাগুলি হল যখন হয় ভূগর্ভস্থ বা ওভারহেড মোটর চালু করা হয় তখন লোকেরা এই মোটরগুলি বন্ধ করতে ভুলে যায় যাতে পানির অপচয় হয় এবং বিদ্যুত খরচ হয়। মোটর চালু এবং বন্ধ করার জন্য নির্দিষ্ট সময়সূচী নেই তাই সর্বদা ওভারহেড ট্যাঙ্কে পানির অবাঞ্ছিত শূন্যতার সমস্যা থাকে, লোকেরা মধ্যরাতে এই জাতীয় সমস্যার মুখোমুখি হয় এবং পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। আন্ডারগ্রাউন্ডের পাশাপাশি ওভারহেড মোটর ক্রমান্বয়ে চালাতে পারে যার ফলে বিদ্যুৎ অপচয় হয়। এই সমস্যার সমাধানের জন্য জেটিসি দীর্ঘ দিন ধরে কাজ করে আসছে। ফাইনালি আমরা নিয়ে আসছি ওয়াটার লেভেল কন্ট্রোলার যার সাহায্যে স্বয়ংক্রিয় ভাবে আপনার মটর চালু কিংবা বন্ধ করা যাবে। যখন পানি ওভারফ্লো হবে ঠিক তখনই আমাদের ওয়াটার লেভেল কন্টোলারের সেন্সর ডিভাইসে সিগনাল পাঠাবে এবং ডিভাইসটি স্বয়ংক্রিয় ভাবে মটর কে বন্ধ করে দিবে। তেমন ভাবে যখন পানির পরিমাণ কমে যাবে তখনি স্বয়ংক্রিয় ভাবে মটর চালু হয়ে যাবে। আমরা দিচ্ছি ২৪/৭ আপটাইম গ্যারান্টি। যার ফলে আপনার এখন থেকে আর মটর নিয়ে কোণ চিন্তা করতে হবে না।